আলোর কাফেলা ২য় খণ্ড Alor-kafela-2nd-khondo Pdf Download

ইসলামী ইতিহাসে সুপরিচিত সেই সুসংবাদদানকারী প্রথম কাফেলার
সাথে ইয়াসরিবে এলেন মক্কার যুবক হযরত মুসআব ইবনে ওমাইর রাযি. ৷
তারপর তিনি খাযরাজ বংশের এক সম্মানিত ব্যক্তিত্ আস’আদ ইবনে
যুরারার নিকট অবস্থান করলেন। তিনি তার বাড়ির একাংশকে তার
অবস্থানক্ষেত্র এবং আল্লাহর দিকে আহবান ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের নবুয়তের সুসংবাদকে ছড়িয়ে দেয়ার কেন্দ্র হিসাবে গ্রহণ
করলেন। ইসলামের দিকে আহবানকারী যুবক হযরত মুসআব ইবনে
লাগল ।
তার ভাষার মধুরতা, দলীল-প্রম্নাণের স্পষ্টতা, চারিত্রিক কোমলতা,
আর ঈমানের ছ্বীপ্তি যা সুন্দর কমনীয় চেহারাকে আলোকময় করে রাখত।
তাদেরকে তার মজলিসসমূহে যোগদীন করতে উদ্ুদ্ধ ও উৎসাহিত করত ।
এসব কিছুর উর্ধে আরেকটি মহান বিষয় তাদেরকে তার দিকে নিরন্তর
আকর্ষণ করত, তা হল এই কুরআন, যার সুস্পষ্ট আয়াতসমূহ থেকে কিছু
কিছু মাঝে-মধ্যে তিনি তার আবেগ ভরা কোমল কণ্ঠে, তার সুমিষ্ট
মর্মস্পর্শী স্বরে তিলাওয়াত করতেন। ফলে পাষাণ হৃদয়সমূহ গলে যেত,
অবাধ্য অশ্রুধারা প্রবাহিত হত। তাই বেশ কিছু মানুষ ঈমান আনার ও
ঈমানের কাফেলায় মিলিত হওয়ার পরই তার প্রত্যেকটি মজলিস ভাঙ্গত |
আলোর কাফেলা ২য় খণ্ড Alor-kafela-2nd-khondo Pdf Download
বইটি রকমারি থেকে কিনতেঃ ক্লিক করুন