আলোর কাফেলা ৩য় খণ্ড Alor-kafela-3rd-part pdf download

খুজাই বংশের মহিলা উম্মে আনমার মক্কায় অবস্থিত দাস-দাসী
বিক্রয়কারীদের বাজারে গেল।
কারণ সে নিজের জন্য একটি গোলাম ক্রয় করতে ইচ্ছে করেছে, যার
খিদমত দ্বারা উপকৃত হবে আর তার কর্মের ফলাফল সে ভোগ করবে।
বিক্রয়ের জন্য উপস্থাপিত গোলামদের চেহারায় অনুসন্ধানী দৃষ্টিতে
তাকাতে লাগল । ফলে সে একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে নির্বাচন করল ।
সে তার শারীরিক সুস্থতার মাঝে ও চেহারায় বিকশিত সন্ত্রান্তের আলামত
সমূহের মাঝে এমন কিছু দেখতে পেল যা তাকে ক্রয় করতে উৎসাহিত
করল । তাই সে মূল্য পরিশোধ করে তাকে নিয়ে চলে এল…
হে বালক! তোমার নাম কি?
বালক বলল, খাব্বাব।
উম্মে আনমার বলল, তোমার পিতার নাম কি?
বালক বলল, আরাত
উম্মে আনমার বলল, তুমি কোথেকে এসেছো?
বালক বলল, নজদ থেকে ।
উম্মে আনমার বলল, তাহলে তুমি আরব?
বালক বলল, হ্যা… আমি বনু তামীম গোত্রের ।
উম্মে আনমার বলল, কে তোমাকে মক্কায় গোলাম বিক্রয়কারীদের
হাতে পৌছে দিয়েছে?!!
বালক বলল, আরবের এক কবিলা আমাদের পল্লীতে আক্রমণ
করেছে। তারা গৃহপালিত পশু নিয়ে গেছে। নারীদের বন্দী করেছে। ছেলে
সন্তানদের ধরে নিয়ে গেছে। যেসব বালকদের ধরে নিয়ে গেছে আমি
ছিলাম তাদের একজন। তারপর হাত বদল হতে লাগল ।
আলোর কাফেলা ৩য় খণ্ড Alor-kafela-3rd-part pdf download