Islamic Book

আফিয়া সিদ্দিকী | গ্রে লেডী অব বাগরাম Free Pdf Download

এডুকেশন সিটি গড়ার পরিকল্পনা

ড. আফিয়া দেশের হুর্বল শিক্ষাব্যবস্থাকে সকল সমস্যার মূল কারণ হিসাবে চিহিত করেন। আফিয়া মনে করতেন, যদি নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা দিয়ে সজ্জিত করা যায় অর্থাৎ শিক্ষাকে সহজলভ্য করা যায় তাহলে এই জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। ২০০২ সালে সরকারের নিকট করাচির পার্শ্ববর্তী
এলাকায় হামদর্দ ইউনিভার্সিটির সন্নিকটে শিক্ষানগরী (20/091101 0/) প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্ধের আবেদন করেন। যা অনুমোদনও পেয়েছিল। তিনি সারা বিশ্বের সকল মুসলিম শিক্ষাবিদদেরকে সেই স্থানে একত্রিত করে একটি আদর্শ শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যেখানে তরুণ প্রজন্ম গোটা পৃথিবীর-াধুনিক ইসলামী শিক্ষার মূল উৎস
অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারো!

অপহরণ

২০০৩ সালের ৩১ মার্চ ড. আফিয়া তার তিন সন্তান, ছয় বছর বয়সী আমেরিকার নাগরিক আহমেদ, চার বছর বয়সী আমেরিকার নাগরিক মারিয়াম এবং ছয় মাস বয়সী সুলাইমান সহ পাকিস্তানের করাচিতে আইএসআই কর্তৃক অপহৃত হন। ৩১ মার্চ ২০০৩ সালে গণমাধ্যমে প্রচারিত হয় যে, আফিয়াকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে 1480 110/11)/ 1$5//5 সহ অন্যান্য সংবাদমাধ্যম এর সত্যতা নিশ্চিত করে। অপহরণের পর ড. আফিয়ার মায়ের সাথে
সন্দেহভাজন এজেন্সি যোগাযোগ করে। তারা হুমকি দেয়, আফিয়াকে জীবিত ফেরত পেতে চাইলে তার পরিবার যেন মুখ বন্ধ রাখে।

আফিয়া সিদ্দিকী | গ্রে লেডী অব বাগরাম Free Pdf Download

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button