Uncategorized

আলোর কাফেলা ১ম খণ্ড Alor-kafela-1st-part PDF Download

এক বিশাল আনন্দ মিছিল।
এগুচ্ছে। এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে মক্কার হাজারো
যুব-কিশোর আর পৌটু-বৃদ্ধরা। শুধু কি তাই! ঘরদোর ছেড়ে বেরিয়ে
এসেছে অনেক কিশোরী যুবতীও | থেকে থেকে ধ্বনিত-প্রতিধবনিত হচ্ছে
লাত উষ্যার জয়ধবনি। করতালি আর উল্লাপ ধ্বনিতে মুখরিত হয়ে
উঠছে মরুপ্রান্তর।

মিছিলের নেতৃত্বে রয়েছে কুরাইশ নেত্বদ্দ। সবার আগে টেনে হিচড়ে
নিয়ে চলছে এক শৃঙ্খলিত বন্দীকে । তাঁর নাম খুবাইব। রাসূলের সাহাবী।
একান্ত একনিষ্ঠ সহচর। মুশরিকরা বিশ্বাসঘাতকতা করে তীকে বন্দী
করেছে। এখন তানঈম প্রান্তরে নিয়ে যাচ্ছে। তাঁকে শুলে চড়াবে।
নির্মমভাবে হত্যা করবে। বদরে নিহত মুশরিকদের হত্যার প্রতিশোধ
নিবে। প্রতিহিংসার জালা প্রশমিত করবে।

সাঈদ ইবনে “’আমের। মকার এক তরুণ যুবক। যৌবনের জোয়ারে
টইটম্বুর তার শরীর-মন। অনুসন্ধিৎসু আর জিজ্ঞাসু তার দেহ-অন্তর।
দুরস্ত, দুর্বার আর অপ্রতিরোধ্য তার গতি-প্রকৃতি। আজকের এই উল্লাস
মিছিলে সেও পিছিয়ে নেই। হাজারো যুবকের ভিড়ে সেও চলল মিছিলের
সাথে সাথে। অনুসন্ধিৎসু মন তাকে একেবারে শৃঙ্খলিত বন্দীর নিকটে
নিয়ে এল। দেখল, শৃজ্খলিত খুবাইবের চেহারায় ভয়-ভীতির কোন ছাপ
নেই। নির্বিকার নিশ্চিন্ত এক সুখী মানুষ। যেন প্রশান্তির বন্যা বইছে তার
হৃদয় উপত্যকায়। এ দৃশ্যে সাঈদ ইবনে “আমের অত্যন্ত বিস্মিত হল।

আনন্দ মিছিলটি ধীরে ধীরে তানঈম প্রান্তরে এসে পৌছল।
একেবারে শুলি কাচ্ঠের গোড়ায় গিয়ে থামল। করতালি আর
লাত-উষ্যার ধবনি-প্রতিধ্বনিতে চির শান্ত তানঈম প্রান্তর মুখরিত হয়ে
উঠল। সাঈদ ইবনে ‘আমেরের অনুসন্ধানী দৃষ্টি আবার ফিরে এল বন্দী
খুবাইবের দিকে। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দীঁড়িয়েও তাঁর নেই কোন

আলোর কাফেলা ১ম খণ্ড Alor-kafela-1st-part PDF Download

বইটি রকমারি থেকে কিনতেঃ ক্লিক করুন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button