Bangla BookIslamic Bookইতিহাসফিলিফ কে হিট্টি

আরব জাতীর ইতিহাস ফ্রি পিডিএফ ডাউনলোড Arob-Jatir-Itihas Free Pdf Download

আরব-জাতি, মুসলিম ও সিমাইট

হযরত মুহম্মদের (সঃ) ইন্তিকালের একশ“ বছর পর তীর অনুগামীরা এক
বিশাল সামতাজ্যের শাসন-ক্ষমতায় অধিষ্ঠিত হন। রোম যখন তার উন্নতির
শীর্দেশে অবস্থিত, তার তখনকার সাম্রাজ্যের চেয়েও এ আরব সাম্রাজ্য ছিল
বৃহত্তর । বিষ্কে উপসাগর হতে সিন্দু-নদ এবং চীনের সীমান্ত ও আরব সাগর হতে
নীলনদের নিম্নভাগের জলপ্রপাত পর্যন্ত ছিল এ বিরাট সাম্রাজ্যের বিস্তৃতি ।
দক্ষিণ-পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম ও মধ্য এশিয়ার হাজার
হাজার মিনার হতে আরবের পয়গন্বরের নাম সর্বশক্তিমান আল্লাহর নামের সঙ্গে
যুক্ত হয়ে রোজ পাঁচবার ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছিল। এই অপূর্ব বিস্তারের যুগে
মুসলিম-আরব তার ধর্মে, তার ভাষায়, এমনকি তার শেকেল-সুরতে এত অধিক
পরিমাণে বাইরের জাতিকে আত্মস্থ করেছিল, যার নজীর আগের ইতিহাসেও
নাই, পরের ইতিহাসেও নাই । শ্রীক; রোমক, আ্যাংলো-স্যাকসন অথবা
রাশিয়ানরাও এ প্রভাবের বাইরে রয় ঘইি।

ব্যাবিলনীয়, আসিরীয়, কালদীয়,, আর্মেনীয় এবং ফিনিশীয় জাতি-_এদের
সবারই পূর্বপুরুষের এই আরব উপ-দ্বীপের কোলে লালিত হয়েছিল । এরা সবাই
এককালে ছিল, আজ আর নাই। আরবেরা ছিল, আজো তারা আছে। তারা
বিশ্ব-বাণিজ্যের একটি বিরাট চলাচল পথের মাঝখানে গুরুতৃপূর্ণ স্থান দখল করে
তখনো ছিল, এখনো আছে। প্রথম মহাযুদ্ধের পর হতে ক্রমবর্ধমানভাবে এ
জাতি তাদের অতিত উত্তরাধিকার এবং ভবিষ্যৎ সম্তাবনা সম্পর্কে সজাগ হয়ে
উঠেছে। প্রথম মহাযুদ্ধের আগ পর্যন্ত আরব জাহানের সমস্ত পূর্ব-ভাগ তুর্ক-
সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বৃটিশ শক্তির আওতায় অছি রাজ্য হিসেবে কিছুকাল
শিক্ষানবিশী করার পর ইরাক আজ সম্পূর্ণ স্বাধীন। তার রাজা একজন আরব,
তার রাজধানী বাগদাদ-_এককালে আরব্য-উপন্যাস খ্যাত হারুনর রশীদের
শাসনাবাস। ফিনিশীয় যুগ হতে লেবানন সভ্যতা ও সংস্কৃতিতে পাশ্চাত্য
অভিমুখী; আজ খৃষ্টানরা সেখানে সংখ্যাগরিষ্ঠ । লেবানন ফরাসীদের অছি-রাজ্য
থাকাকালেই নিজেকে রিপাবলিক বলে ঘোষণা করেছে। এর রাজধানী বৈরুত
এখন এশিয়ার সব চেয়ে আধুনিক ও সব চেয়ে কর্মব্যস্ত নগরসমূহের অন্যতম ।
লেবাননের প্রতিবেশী সিরিয়া। সিরিয়াও ফরাসীদের মুরুব্বিয়ানা হতে অব্যাহতি

আরব জাতীর ইতিহাস Free Pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button