Bangla BookIslamic Bookইতিহাসড. এম আবদুল কাদের

জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা Free Pdf Download

বাংলাদেশে বসবাসরত জনগােষ্ঠির আত্মপরিচয়, জাতিসত্তা, ভাষাসংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য নিয়ে যত বিতর্ক ও বিভ্রান্তি আছে পৃথিবীর অন্যান্য দেশে তা খুবই বিরল। আমাদের দূর্ভাগ্য যে এসব বিষয়ে বিপরীতমুখী চিন্তা-চেতনা আমাদের জাতি গঠনকে বারবার বাধাগ্রস্থ করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে বিভাজন, বিশ্লিষ্টতা ও অসংগতি। আমাদের জাতিসত্ত্বা, ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি-স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে ইসলামের সম্পৃক্ততা ও ভূমিকা নিয়েই মূলতঃ যত বিতর্ক ও বিভ্রান্তি। এক শ্রেণীর বুদ্ধিজীবি ও রাজনীতিক পরিকল্পিতভাবে এসব বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছেন। এরা এদেশের জাতিসত্ত্বা ও ভাষাসংস্কৃতিতে ইসলামের ভূমিকাকে যথাসম্ভব সংকীর্ণ করে দেখানাের চেষ্টা চালিয়ে থাকেন। এরা এদেশের গােটা ইতিহাসেরই সেকুলার প্রকারান্তরে “হিন্দুবাদী” ব্যাখ্যা দেয়ার প্রয়াস পান। এরা তথ্য ও বিশ্লেষণের বিকৃতি ঘটিয়ে এদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক ধারায় ইসলামের অবস্থানকে দুর্বল ও অকিঞ্চিতকর রূপে পেশ করেন। বর্তমান বইটি এসব প্রবণতা ও প্রয়াসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ। এতে আমাদের জাতিসত্ত্বা, ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি ও স্বাধীনতা ইত্যাদি কোন ক্ষেত্রেই ধর্মনিরপেক্ষ-সেকুলার ব্যাখ্যা যে বাস্তব ও তথ্যভিত্তিক নয় তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান বইটিতে আমাদের জাতীয় জীবনের সব কয়টি দিকেই যে ইসলামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে একথা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক জীবন থেকে ইসলামকে পৃথক করা যে সম্ভব নয়-এ বিষয়টি বিভিন্ন দিক থেকে তুলে ধরা হয়েছে। তদসঙ্গে অতীত ও বর্তমানের আলােকে ভবিষ্যত ইতিহাসের কাম্য ধারাটি কি হতে পারে তাও বিশ্লেষণ করা হয়েছে। বস্তুতঃ বইটি আমাদের অতীতবর্তমান ও ভবিষ্যতের বিশ্লেষণধর্মী ক্ষুদ্র আলেখ্য।

বর্তমান বইটি ১৪টি স্বতন্ত্র নিবন্ধের সমষ্টি। এর আগে নিবন্ধগুলাে মানব উন্নয়ণ জার্নাল, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক অগ্রপথিক, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, সাপ্তাহিক বিক্রম, দৈনিক আলমুজাদ্দেদ সহ বিভিন্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি নিবন্ধ স্বতন্ত্র বিধায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু পুনরুক্তি ঘটেছে। অবশ্য ক্ষেত্রবিশেষে প্রকাশিত নিবন্ধগুলাের কিছুটা সম্পাদনাও করা হয়েছে। বস্তুতঃ আলােচনার মূল প্রতিপাদ্য বিষয়গুলাে বিভিন্ন আঙ্গিকে নিবন্ধগুলােতে আলােচিত হয়েছে।

জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা Free Pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button