Islamic Bookআরিফ আজাদ

বেলা ফুরাবার আগে Free Pdf Download

আমার এত দুঃখ কেন?

[ক]
মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে। বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ। অবিরাম
বৃন্টিরধারার মতো বিষ্ণতা এসে আছড়ে পড়ে মনের উঠোনে। আকাশছোঁয়া হিমালয় যেন
তার সমস্ত এশ্বর্ষ নিয়ে ভেঙে পড়তে চায় বুজের ওপর। ভগৎসংসার তখন বিষান্ত লাগে।

মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধে ভেঙে রা। হয়তো হঠাং করে হারিয়ে বসি
কোনো প্রিয় মানুষকে। খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে
বানানো ধোঁয়া ওঠা ভাপা পিঠা খাব বলে। কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো
দুনিয়ার পাঠ চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। অথবা, আস্তে আস্তে করে জমানো
টাকা, যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেবো ভেবেছিলাম, ঈদ
আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে।

এমনও হতে পারে, ভালো বেতনের কোনো চাকরি হঠাং করেই চলে গেল। অথবা,
আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাঁই সাঁই করে উন্নতি করছে,
কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বন্ধু আমার সমান খাটা-খাট্ুনি করে
খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি পারছি না।

পারিবারিক অথবা দাম্পত্য ভীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না। ব্যবসায় লোকসান
হচ্ছে। খেতে নষ্ট হচ্ছে ফসল। উর্বরতা হারাচ্ছে আবাদি জমি। মরে যাচ্ছে গবাদি

বেলা ফুরাবার আগে Free Pdf Download

 

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

আরিফ আজাদ এর সকল বই Free Pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button