ব্লন্ড হেয়ার ব্লু আইজ (হার্ডকভার) Free pdf download

৪ই মার্চ, সোমবার ১৯৯১ সাল।
সকাল সাতটা বেজে ত্রিশ মিনিট ।
নর্থ লাম্পকিন রোড , এথেস, জর্জিয়া ।
রাস্তার পাশেই জর্জিয়া থিয়েটার | থিয়েটারের সামনে রঙবেরঙের ব্যাগ কাধে দাড়িয়ে আছে সারি সারি লোক । বারোটা বাজার আগে গেইট খোলা হবে না। তবুও থিয়েটার পাগল লোকগুলো সামনের দিকে আসন পাবার জন্য মরিয়া । ফলে নির্ধারিত সময়ের আগেই তৈরি হয়েছে বিশাল জটলা । তালা লাগানো দরজার কাছেই দুজন শক্তপোক্ত তরুণ প্লাস্টিকের চেয়ার এনে
সিগারেটের মুখ । আরো আছে একটি খালি স্যান্ডউইচের ব্যাগ । খুব সম্ভবত বিপুল পরিমাণ চুরুট রাখা আছে ওটায়)।
এমনই এক সকালে রাপ্তা দিয়ে জগিংকরতে করতে যাচ্ছিল জুলিয়া ক্যারল। তার দিকে চোখ পরে চেয়ারে বসা লোক দুটোর । যেতে যেতে জুলিয়া বুঝতে পারলো তার শরীরকে খুব তীক্ষভাবে লক্ষ্য করছে তারা । সেদিকে ভ্ুক্ষেপ করলো না সে। সোজা সামনের দিকে চললো । পরক্ষনেই ওই আগন্তকদের চোখে তাকে কেমন দেখাচ্ছে এটা ভেবে খানিকটা বিরক্ত লাগলো তার।
যদিও সে ভীতু স্বভাবের নয়। এসব নিয়ে ভেবে সময় নষ্ট করার মত মেয়েও নয়।
এথেস শহরটি জর্জিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিখ্যাত একটি কলেজের জন্য সুপরিচিত। কলেজটি প্রায় আটশো একর জায়গা জুড়ে বিদ্তুত। একই সাথে এথেস কাউন্টির বহু মানুষের কর্মস্থল। জুলিয়া এই শহরেই বেড়ে উঠেছে । গণসাংবাদিকতা বিভাগের একজন ছাত্রী ছিলো সে। ক্যাম্পাস থেকে প্রকাশিত সংবাদপত্রে নিয়মিত প্রতিবেদন লিখতো। তার বাবা ছিলো অন্য একটি কলেজের ভেটেনারি সাইন্সের অধ্যাপক । জুলিয়ার
ব্লন্ড হেয়ার ব্লু আইজ (হার্ডকভার) Free pdf download
বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন