প্রচন্ড উত্তাপের পর অবশেষে যখন এক পশলা বৃষ্টি এসে নামে, সেটা যেন হাফ ছেড়ে বাঁচার মত।উত্তপ্ত আবহাওয়ার শাসনে রুক্ষ মাটিতে যখন বৃষ্টির প্রথম ফোটাগুলো এসে পড়ে, এক অদ্ভুত সৌদা মাটির গন্ধ নাকে এসে লাগে । এক হৃদয় শীতল করা বাতাস এসময় বয়ে যায়। প্রতিবার বৃষ্টি শেষে নিয়ম করে একবার বাইরে বের হই শুধু এই বাতাসটা […]