ধূলিমলিন উপহার : রামাদান Pdf Download

প্রচন্ড উত্তাপের পর অবশেষে যখন এক পশলা বৃষ্টি এসে নামে, সেটা যেন হাফ ছেড়ে বাঁচার মত।উত্তপ্ত আবহাওয়ার শাসনে রুক্ষ মাটিতে যখন বৃষ্টির প্রথম ফোটাগুলো এসে পড়ে, এক অদ্ভুত সৌদা মাটির গন্ধ নাকে এসে লাগে । এক হৃদয় শীতল করা বাতাস এসময় বয়ে যায়। প্রতিবার বৃষ্টি শেষে নিয়ম করে একবার বাইরে বের হই শুধু এই বাতাসটা গায়ে মাখার জন্য। মাঝে মাঝে রিকশা নিয়ে এমনিতেই এদিক সেদিক ঘুরে বেড়াই, যাতে এই বাতাসটা আরও বেশী করে গায়ে লাগে । এসময়টাতে মন মেজাজ ফুরফুরে হয়ে যায়, সবকিছু ভালো লাগতে শুরু করে, খুব ভালো হয়ে যেতে ইচ্ছে করে,সবাইকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে।
শাইখ আহমাদ মুসা জিবরীলের বিখ্যাত লেকচার সিরিজ “09105 0 7২9179091) এর সম্পাদনা করার সময় অবাক হয়ে আবিষ্কার করলাম আমাদের প্রিয় নবীজি (ঞ) রামাদানকেও এরকম মৃদু শীতল বাতাসের সাথে তুলনা করেছেন। যে বাতাস নিমিষেই আমাদের মন ভালো করে দেয়, আমাদের হৃদয়ের সমস্ত ছুঃখকষ্ট দূর করে দেয়। যে একবার এই বাতাস গায়ে মাখে সে আর কখনো সী হকাররা তব ভান অক নান মিহারিক অল্প সময়ের জন্য ।এবং খুব অল্প কিছু সৌভাগ্যবান বান্দাই কেবল এই বাতাষৈ পুত হওয়ার সুযোগ পায়। প্রতিবছর আমাদের সামনে রামাদান এসে হাজিরহ্য়$ারা মুসলিম বিশ্বে এক উৎসব উৎসব রব শুরু হয়। সেহেরী, ইফতার, তারাবীহ, শবে কদর, ঈদের খুশী, এই সবকিছুর ভিড়ে রামাদানটা কেমন জানি নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠানে ঘুরপাক খেতে থাকে । চোখের পলকেই সেই রামাদান আবার চলেও যায়।কিন্তু কয়জন রামাদান নামের সেই শীতল বাতাসে নিজেদের প্রশান্ত করতে পারে? কয়জন আছে যারা নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে?নিজেদের পাপের বোঝা হালকা করে, এক বিশুদ্ধ অন্তর নিয়ে জাহান্নামের আগুন থেকে অনন্ত সুখের জান্নাতে নিজের নামটা লিখিয়ে নিতে পারে কয়জন!
এই বইটি সেই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার এক অসাধারণ ম্যানুয়াল। শাইখ আহমাদ মুসা জিবরীলকে তুলনা করার যায় ইলমের এক জাহাজের সাথে। রামাদানের মত একটি বরকতপূর্ণ সফরে যদি এমন এক জাহাজে ভ্রমণের সযোগ হয়,
তবে সেটা মনে রাখার মত উপভোগ্য এক সফরে রূপ নিবে নিঃসন্দেহে।এটি মূলত শাইখের একটি বিখ্যাত লেকচার সিরিজ যা এক রামদানব্যাপী তিনি আলোচনাকরেছিলেন। প্রতিদিন এক একটি পর্ব হিসেবে আলোচনা করতেন।সেই লেকচার সিরিজটি
অনুবাদ করে বাংলায় অডিও সিরিজ আকারে প্রকাশ করে রেইন ড্রপ মিডিয়া।
ধূলিমলিন উপহার : রামাদান Pdf Download
ধূলিমলিন উপহার : রামাদান অডিও সিরিজ ডাউনলোড
পর্ব ১: নফস কে শেকল বদ্ধ করুন
পর্ব ২: আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা
পর্ব ৩: শুধু আমার রব জানেন
পর্ব ৪: সাওম শুধু আমার ই জন্য
পর্ব ৫: রামাদানে নারীরা
পর্ব ৬: রামাদানের সুবাস নিন
পর্ব ৭:শুরু হোক প্রতিযোগিতা
পর্ব ৮: ফিরে যাওয়া আল্লাহর কাছে
পর্ব ৯:আল্লাহর কাছে কাঁদা
পর্ব ১০: তিনি তো ফিরিয়ে দেবেন না
পর্ব ১১: যে দু’আ বৃথা হবার নয়
পর্ব ১২: দু’আ সবচেয়ে শক্তিশালী অস্ত্র
পর্ব ১৩: ভুলে যাওয়া সুন্নাহ
পর্ব ১৪: কুরআনকে বন্ধু বানান
পর্ব ১৫: আল-কুরআনের শক্তি এবং প্রভাব
পর্ব ১৬: এক দিরহাম দান হাজার দিরহাম সওয়াব
পর্ব ১৭: সিয়ামের স্বাদ
পর্ব ১৮: ভুলে যাওয়া ইতিহাস আন্দালুস বিজয়
পর্ব ১৯: ইতি’কাফ : আল্লাহর ঘরে, আল্লাহর সাথে
পর্ব ২০: লাইলাতুল ক্বদর
পর্ব ২১: আইন জালুতের যুদ্ধ
পর্ব ২২: আইন জালুতের বিজয়
পর্ব ২৩: জিহবার সংযম পর্ব ১
পর্ব ২৪: জিহবার সংযম পর্ব ২
পর্ব ২৫: জিহবার সংযম পর্ব ৩
পর্ব ২৬: ইযযাহ মর্যাদা কেবল ইসলামে পর্ব ১
পর্ব ২৭: ইযযাহ মর্যাদা কেবল ইসলামে পর্ব ২
পর্ব ২৮: বিদায় রামাদান
অনেক ভাই বোন উপরের লিঙ্কগুলো থেকে ডাউনলোড করতে অসুবিধায় পড়ছেন। সেক্ষেত্রে এই লিঙ্ক থেকেও নামাতে পারবেন ইনশাআল্লাহ।
সবগুলো পর্ব একত্রে জিপ ফাইল ফরম্যাটে নামাতে চাইলে এখানে ক্লিক করুন।
if (ধূলিমলিন উপহার : রামাদান) Download Link Broken Please Comment below.
জাযাকুমুল্লাহু খায়রান
জাযাকুমুল্লাহ খায়রান
নামানো যাচ্ছেনা তো।
নামানো যাচ্ছেনা
জাযাকাল্লাহু খায়রান
ডাইনলোড করা যাচ্ছে না কেন?
ডাউনলোড লিঙ্ক তো খুঁজে পাচ্ছি না