রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধবিগ্রহ ও গণহত্যারানা আইয়ুব

গুজরাট ফাইলস : এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ময়নাতদন্ত Free pdf download

ভূমিকা

সত্যের মুখ আবৃত আছে সোনার পাত্রে;
– ঈশভাষ্যোপনিষদ

মধ্যে আটকে থাকতে হয়। এতে সত্যের কোন লেশ নেই’ এই কথাটি বিদ্রুপ করে বলেছিলেন মার্কিন রম্য লেখক মার্ক টোয়েন। সত্যকে বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে দেখেছেন খ্বীষ্টের রক্ত ধরা থালার মতোই । কেননা সত্যকে একাগ্রচিত্তে খুজতে চাইলে দুঃখ- কষ্ট-যন্ত্রণাময় নিঃসঙ্গ পথ ধরেই চলতে হবে । পথ দেখানোর জন্য থাকবে শুধু নিজের বিবেক । কারও কাছে সাহায্য পাওয়া যাবে না। এই সত্যের প্রকৃতি কী সেপ্রশ্ন সারা পৃথিবীর দীর্শানিকদের ভাবিয়ে তুলেছে বহু যুগ ধরে।

এই বই থেকে পাঠক জানতে পারবেন ২০০২ সালে গুজরাটের মর্মান্তিক ঘটনা এবং সাজানো বন্দুকযুদ্ধের কল্পকাহিনি সম্পর্কে । লেখিকার মতে, এক দীর্ঘ স্টিং অপারেশনের সময় বহুল-ব্যবহৃত একটি গোপন ক্যামেরা ও গোপন মাইক্রোফোনের সূত্রে প্রাপ্ত বিষয়গুলি জানতে পারবেন। এই বইতে উপদ্থাপিত বিষয়গুলি সত্য নাকি নিছকই ঘটনার রূপমাত্র তা বিচার
করবেন পাঠক মহল।

ঘটনার বিবরণের মধ্যে লিখিত কথোপকথনগুলি পড়তে চমৎকার লাগে। রাষ্ট্রের কর্তব্য এই বইতে বর্ণিত তথ্যগুলির বিশ্বাসযোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং আপন প্রহরী হিসেবে আইনের শাসন ও সাংবিধানিক কাঠামোকে ব্যবহার করা।

গুজরাট ফাইলস : এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ময়নাতদন্ত Free pdf download

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button