ইন এনিমি হ্যান্ডস Pdf Download

প্রতিশোধ সোপোর, কাশ্মীর
জলের ফোটা মুখের ওপর পড়তেই ঘুম ভেঙে গেল। বিভ্রান্ত হয়ে গেলাম । পরক্ষণে মনে হলো, বৃষ্টি পড়ছে। আমার মুখে! চোখ খুলে নিজেকে সামলে নেওয়ার পর বুঝতে পারলাম, পাশের যে ভাঙাচুরা গাড়িটার সাথে হেলান দিয়ে ফোটা গড়িয়ে পড়ছে । কানে অপ্রীতিকর শব্দ শোনা যাচ্ছে। যেন বধির হয়ে গেছি। গলা শুকিয়ে গেছে । উঠতে গিয়েধকল সইতে হলো।
গুলিবিদ্ধ হয়েছে আমার বাম পা। সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। ব্যথায় অবশ হয়ে যাচ্ছি দ্রুত। ফের মাটিতে শুয়ে পড়লাম । চোখের জল গড়িয়ে পড়তে লাগলো ঠোঁটে । মুখে লেগে থাকা রক্তের সাথে মিশে যাচ্ছে অশ্রু । উভয়ের সাথে যন্ত্রণার বেশ মিল। ব্যর্থ হয়েছি আমি। সহকর্মীরা বিলিয়ে দিয়েছে তাদের জীবন। ব্যর্থতা আর সহকর্মী হারানোর নিস্তব্ধ যাতনায় প্রতিনিয়ত জর্জরিত হওয়ার জন্য বেঁচে গেছি আমি ।
ইন এনিমি হ্যান্ডস Pdf Download
বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন