রবীন্দ্রনাথ ঠাকুর

জাতীয়তাবাদ Pdf Download

বহুদিন ধরেই জাপান সফরের কথা ভাবছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯১৫ সালে জাপান যাত্রা স্থির হলেও শেষ পর্যন্ত বাতিল করে দেন। বাতিল করার পিছনে মূল কারণ ছিল অর্থ-সন্কট। এছাড়াও জাপানের সাম্রাজ্যবাদী মতিগতিও কবির অপছন্দের ছিল্‌/আরও একটা কারণ ছিল শিলাইদহ এস্টেটে প্রজাদের সংকটাপন্ন অবরস্থা॥ কিন্ত তবুও ভক্তদের বারংবার অনুরোধে এবং পরের বছর আমেরিকার কীডিক এজেন্সি কবিকে ৪০ টি বক্তৃতা দেওয়ার জন্য সম্মানী ও আসা-যাওয়ার খরচ দেওয়ার প্রস্তাব করলে তিনি আমন্ত্রন গ্রহণ করেন। কিন্তু সিদ্ধান্ত নেন আগে জাপান সফর পরে যুক্তরাষ্ট্র ১৯১৬ সালের মে মাসে তোসামারু জাহাজে জাপানের উদ্দেশ্যে রওনা দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সঙ্গে ছিলেন ত্যন্ডরুজ, পিয়ারসন ও শান্তিনকেতনের এক ছাত্র মুকুলচন্দ্র দে। জাপানে কবি ২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে বিভিন্ন সেমিনারে বক্তৃতা দান করেন। টোকিও ইম্পিরিয়াল ইউনিভার্সিটিতে আমন্ত্রন করা হলে কবি সেখানে “016 1465585 ০£117019 €০ 79197″ শিরোনামের একটি গুরত্বপূর্ন ভাষন দেন। কিয়ো ইউনিভার্সিটিতে 1716 5106 ০6 74091 নামে আরো একটা গুরত্বপূর্ন বক্তব্য দেন। দুটো
বক্তব্যই যথেষ্ট সমালোচিত হয়েছিল জাপানে। জাপান সফর শেষে ১৯১৬ সালের ৩ সেপ্টেম্বর কবি যুক্তরাষ্ট্রের
উদ্দেশ্যে রওনা দেন। যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শান্তিনিকেতন…………………………………

জাতীয়তাবাদ Pdf Download

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button