Bangla BookIslamic Bookখুররম মুরাদরোযা সিয়াম

খোশ আমদেদ মাহে রমযান Free Pdf Download

১. রমযানুল মুবারক মাস সেসব নেয়ামাতসমূহের মধ্যে একটি
নেয়ামাত যা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দান করেছেন। এ মাসে
মুহাম্মাদুর রাসূলুল্সাহ স.-এর মত নেয়ামাত আমরা পেয়েছি। এ মাসেই
কুরআন মাজীদ দেয়া হয়েছে, যা হেদায়াত, ফুরকান, রহমত, নূর ও শেফা । এ
মাসেই বদর যুদ্ধ হয়েছে। বদরের দিন উম্মতের জন্য ইয়াওমুল ফুরকান
বা পার্থক্য সৃষ্টিকারী দিন। বদরের রণক্ষেত্রে সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য
সৃষ্টিকারী সেই এতিহাসিক সংগাম এ মহান মাসেই সংঘটিত হয়েছিল,
যাদের ধ্বংস ছিল অনিবার্য তারা সুস্পষ্ট দলিলসহ এ যুদ্ধে পরাজিত শক্তি
হিসেবে সকল শক্তি-সামর্থ ও অবস্থান নিয়ে ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত
হয় । আর যারা সত্যাশ্রয়ী ও সত্যপন্থী হিসেবে বদরের রণক্ষেত্রে এসেছিলেন,
তারা সুস্পষ্ট দলিলসহ বিজয় লাভ করেন। রমযানের এ মহান মাসেই ৮ম
হিজরী সালে মক্কা বিজয়ের ঘটনা ঘটে | এ ঘটনা মানবেতিহাসের এমন এক
মহান ঘটনা যে, সেদিন বিনা রক্তপাতে পবিত্র মক্কা নগরীর চাবি উম্মতের
হাতে বা নেতৃতে চলে আসে যা আঁজ অবদি আছে।

২. মুসলিম উম্মাহর প্রাণস্পন্দন ও উন্নতির নিগুঢু রহস্য ফী সাবিলিল্লাহর
মাঝেই পাওয়া যায় প্রথম মানুষের বা মানবতার হৃদয় জয় করার জন্য
জিহাদ, পরে সাংস্কৃতিক বিজয়ের জন্য জিহাদ-_-আর এ সকল জিহাদের
সাথে সাথে চূড়ান্ত কামিয়াবীর জন্য আপন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ ।
যাতে করে অর্জিত হয় তাকওয়া, ব্যক্তিগত তাকওয়া এবং সাথে সাথে
সমষ্টির তাকওয়া ; রাতে জাগরণে শীতের রাতে ইশকের সাথে ওযু করা, লাইফে
সাদাকাত (দান-খয়রাত) দিয়ানত, আমানত, আদালত (সুবিচার করা),
শুজাআত (নিভীকতা, উখুয়াত (ভ্রাতৃত্‌) ও মানুষের অধিকারের প্রতি সম্মান।
মাহে রমযান ইলম ও আমলের সে মহান পথ বা তরীকা বাতলে দেয়
যদ্বারা এ সকল কিছুই হাসিল করা সম্ভব ।

৩. নবী করীম স. রমযানের আগমনের পূর্বেই সাহাবীদের এ মহান ও
করতেন : এ ওসওয়ায়ে নবী স.-এর অনুসরণে আমি তাই করার চেষ্টা করেছি।
এজন্য হয়ত আমার নামও নবী করীম স.-এর বিনীততম অনুসারীদের কাতারে
শামিল হবে । এ প্রত্যাশায় কয়েক বছর পূর্বে ইসতেকবালে রমযান’ শীর্ষক

খোশ আমদেদ মাহে রমযান Free Pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button