কয়েদী ৩৪৫ Free pdf download

রাতের পাখি
রাতের গহীনে আমি একা । নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছি। হৃদস্পন্দন হচ্ছে আমার । মৃদু বায়ু বইছে। হালকা আলোর রেখা মাথার উপর । আরব সাগরের শা-শা ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। মনে পড়ছে এরকম আরো অনেক সাগরের ঢেউয়ের স্মৃতি । কত বিস্ময়কর এই সাগর!
একটি রাতের পাখি আমার পাশে উড়ে এসে বসল। ক্ষীণস্বরে গান গেয়ে যাচ্ছে। যেন এক হারানো সঙ্গীর শোকে কাতর । আমি জানি না এই পাখির নাম কী । অন্ধকারে এর আকৃতি বুঝার চেষ্টা করছিলাম । কিন্তু এর সকরুণ সুর আমাকে গভীর চিন্তায় ডুবিয়ে দেয়।
গুয়ান্তানামো | ওয়ান্তানামো আমার গল্প । আমি কয়েদী নম্বর ৩৪৫। ুয়ান্তানামো আমার গল্প। আট শতাধিক কয়েদীর গল্প। অধিকাংশ যারা সেখানে দিনগুজরান করেছি রিবাজনার লো নান থা সাবান নাস্র নি পুরুষ ও নারী সেনাদের কথা । তারা আমার জীবনের সেরা দিন, মাস বছরগুলোকে পিষে ফেলেছে । একটুও বাঁধেনি তাদের বিবেকে!
কিন্তু আমি তাদের পরাস্ত করতে পেরেছি। আমি আমার শপথ দিয়ে তাদের পরাজিত করেছি। যে শপথ আমি করেছি স্বয়ং আল্লাহর অদৃশ্য হাতে । আল্লাহ আমাদের সাথে আছেন যেখানেই আমরা থাকি না কেন। তিনি আছেন রাতের গহীনে । আছেন প্রলম্ষিত দ্বি-প্রহরগ্তলোতে । তিনিই আমার মা’বুদ যিনি আমাকে কষ্ট বইতে সাহস যোগান । যতক্ষণ চেতন
থাকে ততক্ষণ তার রহম অনুভব করি।
আমার মাঝে আমি এক প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি অনুভব করলাম । মনের সে শক্তি সুপ্ত থাকে । আবার প্রয়োজনে জেগে ওঠে । আমাদের সবার মাঝেই সে শক্তি ছিল। শত ঝড় ঝাপটা উপেক্ষা করেও সে শক্তি
This book is is very informative.
Yes this is very informative