Bangla BookIslamic Bookআদব আখলাকআরিফ আজাদইসলামি গল্প

মা, মা, মা এবং বাবা ফ্রি পিডিএফ ডাউনলোড Ma Ma Ma Ebong Baba Free Pdf Download

সালেম!

আমার সত্তর যখন আমাদের প্রথম সন্তানের জন্ম দেয়, আমার বয়স তখন ত্রিশের
কাছাকাছি। সেই রাতটির কথা আজও মনে আছে আমার।

প্রতিদিনের মতো ওই রাতটিও আমি আমার ব্ধুদের সাথে বাইরে কাটিয়েছি। এমনিতেই
জামার সময়গুলো কাটত গল্পে, আড্ডায়এবং লোকজনকে উপহাস করে। মানুষকে
হাসাতে পারার এক অন্ভুত ক্ষমতা ছিল আগার। অন্যদের নিয়ে আমি নিয়মিত উপহাস
করতাম, ঠাটটা-মশকরা করতাম। আমার ব্ধুরা এসব দেখে শুধুই হাসত।

হান্ষকে নকল করার এক অসাধারণ ক্ষমতা ছিল আমার। যে কারও সর নকল করে
স্তাকে উত্যন্ত করতে পারতাম আমি। আমার এই ঠাট্টা-মশকরা থেকে আশপাশের
কেউই যেন রেহাই পাচ্ছিল না। এমনকি আমার বন্ধুরাও না। একপর্যায়ে আমার
হাটা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ তখন আমাকে এড়িয়ে চলা শুরু করে।

আমার স্প্ট মনে আছে__সেই বিভীষিকাময় রাতটির কথা। মার্কেটের রাস্তার পাশে
ৰসে ভিক্ষা করতে থাকা এক বৃদ্ধের সাথে করা সেই ঠাট্টার কথা। সেটা ছিল খুব
ভ্রামি তখন মজা করে তার সামনে আমার পা বসিয়ে দিয়েছিলাম। আমার পায়ের
সাথে লেগে ভিক্ষুকটি ধপাস করে মাটিতে পড়ে গেল এবং চারদিকে মাথা ঘুরিয়ে
বোঝার চেষ্টা করছিল কে তাকে ল্যাঙ মেরে মাটিতে ফেলে দিয়েছে; কিন্তু সে
কিছুই বুঝতে পারল না।

মা, মা, মা এবং বাবা Free Pdf Download

বিঃদ্রঃ এটি শর্ট পিডিএফ। বইটির পূর্ণাঙ্গ পিডিএফ পাওয়া গেলে এই পেজেই আপলোড করা হবে।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

Related Articles

8 Comments

Leave a Reply to Ahmed dider Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button