ডিটেকটিভ ইন্টেলিজেন্স ও সিক্রেট এজেন্সিনাজমুল চৌধুরী

মুখোশের অন্তরালে Pdf download

অনাদিকাল থেকে দেশে দেশে, কালে কালে, গোত্রে গোত্রে গুপ্তচরবৃত্তি এক

বিশেষ তাৎপর্য বহন করে আসছে। এর মুলে রয়েছে অস্তিতের লড়াই,

সম্পদের লড়াই কিংবা বিস্তৃত ভূখণ্ডের অধিপতি হওয়ার লড়াই । নীরব এ

জন্য সময়োপযুগী পদক্ষেপ নিতে হয়। ফসলের জমি থেকে শুরু করে

বিশ্বকে বিভিন্ন ব্যক্তি এবং জাতিগোষ্ঠি নিজেদের আধিপত্য অর্জনের লক্ষ্যে
ভাগ করে নিয়েছে। আধিপত্য প্রতিষ্ঠায় সংঘাত অনিবার্ধ। তাই সংঘাত
পায়রা । প্রতিপক্ষের শক্তি নিরূপণ করতে, শক্তিকে দুর্বল করে দিতে কিংবা
প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গুপ্তচরবৃত্তিকে প্রাধান্য দিয়ে আসছে মানুষ ।
প্রতিপক্ষ দেশের বা সমাজের রীতিনীতির অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটিয়ে
তাদের গতিবিধি, উদ্দেশ্য ও ভবিষ্যত লক্ষ্য যাচাই করে নিজেদের
স্বার্থবিরোধী কাজকে বানচাল করেদেওয়াই গুপ্তচরদের কাজ । গুপ্তচরেরা
নিজেদেরকে আড়াল করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে । প্রত্যেকটি
দেশের দূতাবাসে সে দেশের গোয়েন্দাদের অস্তিত বিদ্যমান। এ সমস্ত
গোয়েন্দারা সরকারী এবং সামরিক প্রশাসনের অভ্যন্তরে ঢুকে গোপনীয় তথ্য
আদান-প্রদান করে থাকে। প্রতিপক্ষ দেশের রাজনৈতিক এবং সামরিক
অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষে তারা যে সমস্ত পদক্ষেপ নেয় তা
নিয়রূপ :

কিংবা সরকারে আছেন এমন একজন বা ততোধিক ক্ষমতাধর

মন্ত্রীকে ক্ষমতায় অধিষ্ঠিত রেখে রাজনৈতিক ফায়দা হাসিল ।

* উঠতি প্রভাবশালী ছাত্রনেতা, শ্রমিকনেতা, বিজ্ঞানী, ব্যবসায়ী এবং
রাজনীতিবিদদের মধ্য হতে বেছে নিজেদের স্বার্থে কাজে লাগানোর
জন্য প্রচুর অর্থের বিনিময়ে ক্রয় করে নেওয়া ।

«৭ জননন্দিত লেখক, অভিনেতা-অভিনেত্রী, সমাজসেবক এবং
সাংবাদিককে প্রচুর অর্থ, খেতাব, সম্মান এবং উপটৌকনের মাধ্যমে
জনগণের উপর মনস্থাত্তিক প্রভাব বিস্তার করা ।

 

মুখোশের অন্তরালে Pdf download

 

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button