প্যারাডক্সিক্যাল সাজিদ Free Pdf Download

– আচ্ছা, তোর বাবা-মা’র মিলনেই যে তোর জন্ম হয়েছে, সেটা তুই
কখনো দেখছিলিঃ অথবা তোর কাছে এই মুহুর্তে এ সংক্রান্ত কোন প্রমাণ
আছে? হতে পারে তোর জন্মের আগে তোর মা তোর বাবা ছাড়া অন্য
কারো সাথে দৈহিক সম্পর্ক করেছে। হতে পারে তুই সেই ব্যক্তিরই জৈব
ক্রিয়ার ফল। তুই এটা দেখিস নি। কিন্তু কোনদিনও কি তোর মা’কে এটা
নিয়ে প্রশ্ন করেছিলিঃ করিস নি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে
দেখে আসছিস, এখনো তাকে বাবা ডাকছিস। যাকে ভাই হিসেবে জেনে
আসছিস, তাকে ভাই বলে ডাকিস। বোনকে বোন বলিস। তুই না দেখেই
এসবে বিশ্বাস করিস নাঃ কোনদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা
ডাকছিস, তুই আসলেই তার ওরসজাত কিনা? জানতে চাস নি। বিশ্বাস
করে গেছিস। এখনো করছিস। ভবিষ্যতেও করবি। অরষ্টার অস্তিত্বে
বিশ্বাসটাও ঠিক এমনই রে। এটাকে প্রশ্ন করা যায় না। সন্দেহ করা যায়
না। এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এর নামই বিশ্বাস ।
সাজিদ উঠে বাইরে চলে গেলে।4-ভাবলাম, সে আমার কথায় কষ্ট
পেয়েছে হয়তো ।
দেখলাম, আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে । আমি তার মুখের দিকে
তাকালাম । সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে । কিছুক্ষণ তাকিয়ে
থেকে বললো- “নামাজ পড়তে উঠেছি। আমি তখন আকাশের দিকে
তাকালাম । ভোরের আকাশটা তখন অনেক পরিষ্কার দেখাচ্ছিল ।