Bangla BookIslamic Bookঅন্ধকার থেকে আলোতেআরিফ আজাদমুসলিম ব্যক্তিত্ব

প্রত্যাবর্তন ফ্রি পিডিএফ ডাউনলোড Protabortan Free Pdf Download

টাইট্রেশন

ডা. শামসুল আরেফীন, এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, লেখক-ডাবল স্ট্যান্ডার্ড

– “আচ্ছা তোরা রাজনীতি করতে চাস কেন? একজন একজন করে বল?।
– “ভাই, আমি ইদুরের মতো বাঁচতে চাই না, ।

হিদায়াত, পথের খোঁজ। কোন পথ? কেমন সে পথ? পিচঢালা, না মেঠো, না
ডিজিটাল? সে পথ বড় সহজ, বড় আরাম। ছোটবেলা থেকে আমাদের মাথায়
পুঁজিবাদী, “সৃল্পমূল্যে শ্রমসন্ধানী” সিস্টেম একটা কথা শিখিয়ে দিয়েছে_লাইফ ইজ
নট যা বেড অব রোজেজ। জীবনটা ফুলের বিছানা নয়। জীবন খুব কঠিন, টিকে
থাকার জন্য প্রতিযোগিতা করতে হবে। বস্তুবাদী সমাজে বস্তু কেনার যোগ্যতা চাই,
নাহলে কমফোর্ট জোনে থাকতে পারবা না । লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়ায় চড়ে
সে। গাড়ি-বাড়ি-নারী-কাঁড়িকাঁড়ি কড়ি-ছড়ি এগুলোর জন্য দৌড়াও, ভাগো।

আরেকটা পথ আছে, কমফোর্ট জোনে ঢোকার পথ, আরাম-শান্তি-সুখের পথ।
কমফোর্টের জন্য যে পথে উন্নত বস্তু লাগে না, কুড়েঘরেই-অর্ধাহারেই-হাঁটাপায়েই
সেখানে কমফোর্ট মেলে। অর্জনের প্রতিযোগিতা নেই সেপথে। শুধু আছে বিসর্জনের
প্রতিযোগিতা। “বস্তু ভোগের মাঝে তৃপ্তি” আগের ওই পথে। আর এই পথে
_-ভোগে নয়, ত্যাগেই সুখ”, আসল সুখ।

এই পথের সন্ধান পাওয়াকেই বলছি হিদায়াত, যে পথের দুধারে ফুলের মতো
ফুটে থাকে সুখেরা। আমি কোন কিতাবী নীতিবাক্য বা কম্যুনিজমীয় ইউটোপিয়া বা
ঠাকুরমার ঝুলির কথা বলছি না। রেগুলার শেভের আড়ালে পাকা দাড়ির গোড়ার
মতো বাস্তব, কড়া মেকআপের আড়ালে শ্রৌটার ভাঁজ পড়া চামড়ার মতো বাস্তব

প্রত্যাবর্তন ফ্রি পিডিএফ ডাউনলোড Protabortan Free Pdf Download

বিঃদ্রঃ এটি শর্ট পিডিএফ। বইটির পূর্ণাঙ্গ পিডিএফ পাওয়া গেলে এই পেজেই আপলোড করা হবে।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button