পুঁজিবাদ এক ভৌতিক গল্প Pdf download

রাষ্ট্রপতি অভিবাদন গ্রহণ করলেন
ছেড়ে শহরে চলে আসা উচিৎ । তিনি হার্ভীর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
দ্রুতগতিতে কাজ করতে এবং সংখ্যার হিসাৰ রাখতে পছন্দ করেন। তার
মতে, পঞ্চাশ কোটি অভিবাসীকে/কেন্দর করে একটি আদর্শ বিজনেস
মডেল তৈরি করা যাবে।
নিজেদের শহরে গরিব মানুষের ভীড় বেড়ে যাওয়ার বিষয়টি
সকলেই যে পছন্দ করে তা কিন্তু নয়। বোষ্বের একজন বিচারপতির মতে
দিয়ে একটি অবৈধ বসতির উচ্ছেদ-আদেশ দেওয়ার সময় অন্য একজন
উচিৎও নয়।
শহর থেকে উচ্ছেদ হওয়ার পর এ সকল গ্রামবাসীরা গ্রামে ফিরে
নিজেদের আবাসস্থলের পরিবর্তে শুধু বড় বড় বাঁধ আর ধুলি-ধুসরিত
খনিই খুঁজে পায়। ক্ষুধা আর পুলিশ- দুইয়ে মিলেই তাদের গ্রামের বাড়ি
দখল করে নেয়। বন-জঙ্গলে সশস্ত্র গেরিলা যোদ্ধারা জড়ো হতে থাকে ।
তারা (বস্তি থেকে উচ্ছেদ হওয়া গ্রামবাসীরা) জানতে পারে যে কাশ্মীর,
নাগাল্যান্ড, মনিপুরের মতো সীমান্তবর্তী অঞ্চলে চলতে থাকা যুদ্ধ-
অভিবাসিত হয়ে ভারতের কেন্দ্রে পৌঁছে গেছে।
পুঁজিবাদ এক ভৌতিক গল্প Pdf download
বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন