রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল Free Pdf Download

প্রথম অধ্যায়
পিয়াম শব্দের তাৎপর্ধ
অভিধানে ০3 (সিয়াম)-এর সাধারণ অর্থ হল, বিরত থাকা । আর এ
জন্যই কথা বলা থেকে যে বিরত থাকে -অর্থাৎ চুপ ও নিস্তব্ধ থাকে তাকে
₹/–০ (সায়েম) বলা হয়। মহান আল্লাহ হযরত মারয়্যাম (আঃ)-এর
ইতিহাস উন্মেখ করে বলেন,
(০০9) ৬১৫ 345 তি এর ০ 98 ৩
টাও
ডিক পাঠ রমার করতে (নি আন
কৈফিয়ত করতে) দেখ, তবে তুমি বল, “আমি দয়াময় (আল্লাহর) জন্য
(কথা বলা থেকে) বিরত থাকার নযর মেনেছি। সুতরাং আজ আমি
কিছুতেই কোন মানুষের সাথে কথাই বলব না ।’ (কুরআনুল কারীম ১৯২৬)
বলা বাহুল্য, এখানে সওম -এর অর্থ হল কথা বলা থেকে বিরত
থাকা।
শরীয়তের পরিভাষায় “সওম’ বা “সিয়াম’-এর অর্থ হল, ফজর উদয়
থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ্ত্-সঙ্গম ইত্যাদি যাবতীয় রোযা নষ্টকারী
কর্ম হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করা ।*
অবশ্য এই সংজ্ঞায় অসারতা ও অশ্লীলতা থেকে বিরত থাকাও শামিল
রয়েছে। কারণ, প্রিয় নবী প্রঃ বলেন, “কেবল পানাহার থেকে বিরত
থাকার নামই সিয়াম নয়; বরং অসারতা ও অশ্্ীলতা থেকে বিরত থাকার
নামই হল (আসল) সিয়াম । সুতরাং যদি তোমাকে কেউ গালাগালি করে
অথবা তোমার প্রতি মূর্খতা প্রদর্শন করে, তাহলে তুমি তোর প্রতিশোধ না
নিয়ে) তাকে বল যে, “আমি রোযা রেখেছি, আমি রোযা রেখেছি।”২
“রোযা আভিধানিক অর্থে সিয়ামের সমার্থবোধক না হলেও
পারিভাষিক অর্থে ফারসী, উর্দু, হিন্দী ও বাংলা ভাষায় সিয়ামের জায়গায়
* আশশারহুল মুমতে’ ৬/৩১০, তাযঃ ৯প?)
২ হাকেম, মুভাদূরাক, বাইহাকী, ইবনে খুযাইযাহ, ‘ সহীহ, ইবনে হিব্বান, সহীহ, সহীহুল
জামেইস সাগীর, আলবানী ৫৩৭৬নং)