Bangla BookIslamic Bookমুহাম্মদ সলেহ আল মুনাজ্জেদরোযা সিয়াম

রোযার ৭০টি মাসয়ালা মাসায়েল Free Pdf Download

রোযার ৭৩টি মাসয়ালা-মাসায়েল

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহরই কাছে সাহায্য,
ক্ষমা ও হেদায়াত কামনা করছি। আমাদের সর্বপ্রকার ক্ষতি ও মন্দ কাজ
হতে আল্লাহর দরবারে লাশ্পরয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হেদায়াত দেন
তাকে কেউ বিপথগামী করতে পারে না, আর যাকে তিনি বিপথগামী করেন
তাকে কেউ হেদায়াত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ
ছাড়) তার কোনো সতা ইলাহ মো বুদ) নেই এবং (কোনো ক্ষেত্রেই) তাঁর
কোনো শরিকও নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সান্রাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাহ ও রাসূল।
কাজের একটি মওসুম উপহার দিয়েছেন। এ মওসুমে ভাল কাজের
সওয়াব বেড়ে যায় ও মন্দ কাজ কমেয়ায় এবং বান্দার মান-মর্যাদা বৃদ্ধি
পায়। মুমিনদের হদয়-মন আল্লাহর দিকে আবিষ্ট হয়। আন্মাহর
ফরযকৃত ইবাদাতসমূহের মধ্যে রমযান মাসে রোযা পালন করা একটি
অন্যতম ইবাদাত । আল্লাহ তাআলা বলেন $

“তোমাদের উপর (রযমান মাসে) সওম ফরয করা হয়েছে যেমনভাবে

তোমাদের পূর্ববতীদের উপর তা ফরয করা হয়েছিল। আশা করা যায়

যে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে ।”

_সুরা আল বাকারা £ ১৮৩

রোযা যেহেতু বিশাল গুরুত্পূর্ণ ইবাদাত, সেহেতু রোযার সাথে
সংশ্লিষ্ট হুকুম আহকামসমূহ জেনে নেয়া আবশ্যক ।

মুসলমানদের উচিত ফরয, ওয়াজিবসমূহকে জানা ও পালন করা,

হারামসমূহকে বর্জন করা আর যেগুলো মুবাহ জোয়েয) সেগুলো থেকে
নিজেকে বিরত রেখে মনকে সংকোচিত না করা ।

এ পুস্তিকাটিতে রমযানের হুকুম-আহকাম ও আদবসমূহ সংক্ষিপ্তাকারে
লিপিবদ্ধ করা হয়েছে । আশা করি মহান আল্লাহ আমাকে এবং আমার

রোযার ৭০টি মাসয়ালা মাসায়েল Free Pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button