রমজান ও রোযা Free Pdf Download

রমজান ও রোজা
রমজান ও সিয়াম শব্দ দু’টির অর্থ
কুরআন মাজীদের শব্দ হলো রামাজান ও সিয়াম ॥। আমরা রামাজানকে রমজান
এবং সিয়ামকে রোজা বলে থাকি । আমরা কালেমা, সালাত, সিয়াম, হজ্জ ও
যাকাতকে সাধারণত একই নামেই বলে থাকি । আলোচ্য পুভ্তিকায় তাই আমরা
রামাজানকে রমজান এবং সিয়ামকে রোজা বলে আলোচনা করছি।
রমজান শব্দটি কুরআন মাজীদে সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে এক বার মাত্র
ব্যবহৃত হয়েছে। আর রোজা (সাওম) শব্দটি ১৩ বার ব্যবহৃত হয়েছে।
আয়াতগুলো হলো: সূরা বাকারা-১৮৩, ১৮৪, ১৮৫, ১৮৭, ১৯৬, ১৯৬; সূরা
মরিয়ম-২৬; সূরা নিসা-৯২; সুরা মায়েদা-৮৯, ৯৫; সরা মুজাদালা-৪; সূরা
আহ্যাব-৩৫, ৩৫। ও
আরমী শব্দ বদ খেকে ররর শলনরিসেছে। বার শখাটির ার্ জযদিরে
দেয়া বা পুড়িয়ে দেয়া। পবিত্র রমজান মাসে মুমিনদের গুনাহ খাতা রোজা রাখার
মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেয় বিধায় এ মাসটির নাম রমজান মাস
রাখা হয়েছে । আরবী ক্যালেন্ডারে রমজান মাসটি নবম -মাস। শাবান. মাসের
পরই রমজান মাস শুরু হয়। শাবান মাসের চাদ শেষ হলেই রমজানের চাদ
ওঠে, চাদ ওঠলেই রোজা রাখতে হয়।
রোজা ফারসী শব্দ। আরবী শব্দ সিয়াম যার অর্থ বিরত থাকা । রোজার দিনে
দিনের বেলায় পানাহার ও স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকতে হয় বিধায় রোজাকে
সিয়াম বলা হয়েছে। রোজার দিনে আল্লাহর হুকুমে দিবাভাগে হালাল জিনিস
খাওয়াও হারাম হয়ে যায়।
আল-কুরআনে রমজান ও রোজা
সূরা বাকারায় রমজান ও রোজার ব্যাপারে স্পষ্ট ব্তব্য পেশ করা হয়েছে। সূরা
কদরে লাইলাতুল কদরের ব্যাপারে স্পষ্ট কথা বলা হয়েছে।
সূরা আল-বাকারার ১৮৩ থেকে ১৮৬ আয়াতে বলা হয়েছে :