Islamic Book

সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ Free Pdf download

একজন মুসলমান যখন তার সব কাজের সূচনালগ্নে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, বিসমিল্লাহ বলার মাধ্যমে তাওহিদের ঘোষণার পুনরাবৃত্তি করবে, তখন তার জীবনচরিত অন্যসব মানুষের মতো হবে না। তার মধ্যে বিশেষ স্বকীয়তা ও স্বাতন্ত্য ফুটে উঠবে। কারণ, বান্দা যখন চেতনা জাগ্রত রেখে আল্লাহর নামে যেকোনো কাজ শুরু করবে, কাজের শুরুতে আল্লাহ্র নাম নেওয়াকে নিজের স্বভাববৈশিষ্ট্যে পরিণত করবে, তখন অপরিহার্ষভাবে তার তিনটি ফায়দা
অর্জিত হবে :

সে যেকোনো ধরনের গোনাহের কাজ ও মন্দ কাজ থেকে বিরত থাকবে। কারণ, তার মানসপটে আল্লাহর স্মরণ জাগ্রত রয়েছে। সে জানে, আল্লাহ তাআলা তাঁকে দেখছেন। একদিন তিনি সবকিছুর পুঙ্থানুপুঙ্খ হিসাবও নেবেন। মিজানের পাল্লায় ভালো এবং মন্দ কাজকর্ম মাপবেন। প্রত্যেকের জন্য নিয়োজিত দায়িত্বরত ফেরেশতাগণ যত্বুসহকারে প্রতিটি কাজ লিপিবদ্ধ করে রাখছেন। মানুষ যেখানে অন্য আরেকজন মানুষের সামনেই গোনাহের কাজ করতে ইতস্তত. বোধ করে, আত্মমর্যাদাবোধসম্পন্ন কোনো মানুষের পক্ষে প্রকাশ্যে কিংবা জনসমক্ষে গোনাহের কাজ করা সম্ভব হয় না, তো সেখানে মহান প্রতিপাল্সর আল্লাহ তাআলা সবকিছু দেখছেন-__ এই স্মরণ যখন বান্দার অন্তরে জাগরূক থাকবে, সে কীভাবে গোনাহে লিপ্ত হবে এবং রবের দৃষ্টির সামনে নিজের অশ্লীলকর্ম মেলে ধরবে? বিসমিল্লাহর আমল তাওহিদের চেতনায় সতত আলোকিত করে রাখবে
তার জীবন।

বান্দা যখন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবে, তখন তার ভালো কাজগুলোর ক্ষেত্রেও সে সেই পন্থাই গ্রহণ করবে, যা যথাযথ ও শরিয়াহ্‌- সমর্থিত। উত্তম নিয়তের কারণে সাধারণ বৈধ কাজগুলোও সাওয়াবের কাজে পরিণত হয়। অপরদিকে মন্দ নিয়তের কারণে অনেক ইবাদতের কাজও গোনাহে পর্যবসিত হয়। আল্লাহ্‌র স্মরণ অন্তরে জাগ্রত রেখে বান্দা ভালো কাজ করার ক্ষেত্রেও ভাববে। নিয়তকে পরিশুদ্ধ করবে। সর্বদা আল্লাহর সন্তষ্টিকে প্রাধান্য দেবে। লৌকিকতা ও অহংবোধ থেকে দূরে থাকবে। হক পন্থাতেই হক জিন্দা করার উদ্যোগ নেবে।

এখান থেকে ফ্রি পিডিএফ ডাউনলো করুনঃ সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ Free Pdf download

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button