Islamic Bookআসলাম রাহীসুলতান ইমাদউদ্দীন জেঙ্গী

দ্য মার্টায়ার লিডার Free Pdf Download

কে তিনি

জগৎজোড়া যার খ্যাতি । মহান ও ন্যায়পরায়ণ একজন সুলতান হিসেবে ইতিহাসের পাতায় প্রোজ্জীল যার নাম। ইনসাফ, প্রজাপ্রীতি এবং ন্যায়পরায়ণতায় তিনি ছাপিয়ে গিয়েছেন অনেককে । তিনি নিজে যেমন ধর্মীয় অনুশাসনে একনিষ্ঠ ও অত্যন্ত পাবন্দ ছিলেন, ধর্মীয় অনুশাসনের অনুসারী করার ক্ষেত্রেও ছিলেন খুব কঠোর জনগণের উপর যেমন, নিজের গভর্নর, আমীর-উমারা ও অমাত্যবর্গের বেলায়ও ঠিক তেমনই।

কেউ তার অধীন প্রজাদের ওপর জুলুম-নির্যাতন এবং অযথা হয়রানি করবে, তা বরদাশত করতে পারতেন না কিছুতেই। তিনি সরকারী কর্মকর্তা, কর্মচারী এবং সেনাফৌজের নেতৃত্বদানকারী অফিসারদের উপরও সদা তীক্ষ ও সজাগ দৃষ্টি রাখতেন। তাদের স্থাবর-অস্থাবর নিজস্ব কোন সম্পদ জমানোর এবং সঞ্চয় করার অনুমতি প্রদান করতেন না। সেনাবাহিনীকে এই মর্মে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে, কোনো অবস্থাতেই যেন কেউ ক্ষেত-খামার এবং ফসলের ক্ষতি করতে না পারে । এবং সেনাবাহিনীর কেউ যেন কৃষকদের থেকে যথার্থ মূল্যপরিশোধ করা ছাড়া কোনো কিছু গ্রহণ না করে।

সর্বস্তরের জনগণের জন্য ছিল উন্মুক্ত । এতে ধনী-গরিবের

দ্য মার্টায়ার লিডার Free Pdf Download

বিঃ দ্রঃ বইটি শর্ট পিডিএফ। হার্ডকপি কিনে প্রকাশক/লেখককে সহযোগীতা করুন। হার্ডকপি কিনুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button